Sayantan Chattopadhyay
মাধবীকে - খোলা খামে...
আমার শহর - একলা কোণ,
বারোয়ারী এক ফালি উঠোন,
দশ ফুট বাই বারো ফুট জোড়া ঘর -
দিন আসে দিন চায়ের গ্লাস,
জীবন-যাপনে মিডল ক্লাস,
ভিতর-সত্ত্বা যান্ত্রিক যাযাবর।
সকাল এখনো আলি আকবরে,
শুরু হয়ে - চলে ঘুর পথ ধরে;
মন চোরাস্রোতে হারাতে দিইনি কিছু।
দিনান্তে রাত চোখে ঘুম আনে,
অনেক টুকরো কথা বাজে কানে;
ফেলে আসা পথে সময় নিয়েছে পিছু।
কলেজ ফেরত বাইপাসে হাঁটা,
লাল রঙে লেখা পোষ্টার সাঁটা,
বাপিদা-র চায়ে চুমুকে তুলেছি ঝড়।
কলেজ জীবন স্বপ্ন দেখাতো,
দিন-যাপনের সূত্র শেখাতো,
হিসেব মেলেনি - বছর সাতেক পর।
এখনো যখন কেরালার গ্রামে,
"কমরেড", বলে দৃঢ় গলা থামে,
তাদের চোখেও সে আগুন দেখি - যেমনটা ছিলো তোর।
অনিমেষ আজও এ'ভাবেই বাঁচে,
পুড়তে পুড়তে আগুনের আঁচে;
মাধবীলতার জন্য থাকুক "অন্য গানের ভোর
আমার শহর - একলা কোণ,
বারোয়ারী এক ফালি উঠোন,
দশ ফুট বাই বারো ফুট জোড়া ঘর -
দিন আসে দিন চায়ের গ্লাস,
জীবন-যাপনে মিডল ক্লাস,
ভিতর-সত্ত্বা যান্ত্রিক যাযাবর।
সকাল এখনো আলি আকবরে,
শুরু হয়ে - চলে ঘুর পথ ধরে;
মন চোরাস্রোতে হারাতে দিইনি কিছু।
দিনান্তে রাত চোখে ঘুম আনে,
অনেক টুকরো কথা বাজে কানে;
ফেলে আসা পথে সময় নিয়েছে পিছু।
কলেজ ফেরত বাইপাসে হাঁটা,
লাল রঙে লেখা পোষ্টার সাঁটা,
বাপিদা-র চায়ে চুমুকে তুলেছি ঝড়।
কলেজ জীবন স্বপ্ন দেখাতো,
দিন-যাপনের সূত্র শেখাতো,
হিসেব মেলেনি - বছর সাতেক পর।
এখনো যখন কেরালার গ্রামে,
"কমরেড", বলে দৃঢ় গলা থামে,
তাদের চোখেও সে আগুন দেখি - যেমনটা ছিলো তোর।
অনিমেষ আজও এ'ভাবেই বাঁচে,
পুড়তে পুড়তে আগুনের আঁচে;
মাধবীলতার জন্য থাকুক "অন্য গানের ভোর
No comments:
Post a Comment